আন্তর্জাতিক

গাজা ছাড়লেন হাজারো ফিলিস্তিনি

গাজা ছাড়লেন হাজারো ফিলিস্তিনি

সম্পূর্ণরূপে অবরুদ্ধ গাজা শহর ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা। তীব্র লড়াই চলছে হামাস যোদ্ধাদের সঙ্গে। এই লড়াইয়ের মধ্যেই নিজ নিজ ঘরবাড়ি ফেলে নিরাপদ আশ্রয়ের খোঁজে গাজা শহর ছেড়ে দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছেন হাজারো ফিলিস্তিনি। খবর সিএনএনের।

 

স্থানীয় সময় বুধবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ইসরায়েলি সেনারা। স্থল ও আকাশ পথে ইসরায়েলের তীব্র অভিযানের কারণে তখন হাজার হাজার ফিলিস্তিনি মাইলকে মাইল পথ পায়ে হেটে উত্তর গাজা ছেড়ে পালিয়ে যায়।

 

এর আগে গত মঙ্গলবার (৭ নভেম্বর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, সালাহ ইদ্দিন সড়ক ব্যবহার করে গাজাবাসী গাজা শহর ছাড়তে পারবেন। গাজা থেকে দক্ষিণাঞ্চলের দিকে সরে যেতে এখন শুধু এই একটি পথই খোলা।

 

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ওইদিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এখন পর্যন্ত এই সংঘাতে গাজায় সাড়ে ১০ হাজার জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৪০ শতাংশই শিশু।

 

আরও খবর

Sponsered content