আন্তর্জাতিক

কুমিরের মুখে ঘুষি মেরে যমজ বোনকে বাঁচিয়ে ব্রিটিশ রাজার থেকে মেডেল পাবেন জর্জিয়া

২০২১ সালের কথা! যমজ বোন জর্জিয়া লরি ও মেলিসা অবকাশ যাপনের জন্য যান মেক্সিকোতে। সেখানে একটি সৈকতে সাঁতার কাটার সময় মেলিসাকে আক্রমণ করেছিল একটি কুমির। তাতে কী! বোনকে বাঁচাতে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়েন জর্জিয়া।

 

কুমিরটির মুখে একের পর এক ঘুষি মেরে বাঁচান বোনকে। সেই সাথে নিজেও আহত হন। পরবর্তীতে দুই বোনই সুস্থ হয়ে ওঠেন। জর্জিয়ার এই অসামান্য বীরত্বের জন্য ব্রিটিশ রাজা চার্লসের (তৃতীয়) কাছ থেকে পাবেন মেডেল। মঙ্গলবার (১৪ মে) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।

 

প্রতিবেদনে বলা হয়, পদকের খবরটি জানার পর তিনি বলেছেন, এটি একটি সম্মানের বিষয়। যে মুহূর্তে চিঠিটি পেয়েছি তখন খুব অবাক হয়েছি। এতটা আশা করিনি।

 

তবে ওই উদ্ধারের জন্য আক্রমণের শিকার মেলিসার সাহসিকতাকেই কৃতিত্ব দেন লরি। দাবি করেন, কুমির আক্রমণ করার পরও মানসিকভাবে শক্ত ছিলেন মেলিসা।

 

আরও খবর

Sponsered content