আন্তর্জাতিক

স্কুলে দেরি করে আসায় শিক্ষিকাকে ঘুষি মারলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ

ভারতের উত্তরপ্রদেশের একটি স্কুলে এক শিক্ষিকা রূপ চর্চা করায় তাকে কামড় দিয়ে আহত করেন প্রধান শিক্ষিকা। এ ঘটনার রেশ কাটতে না কাটতে আরও একটি স্কুলে এক শিক্ষিকা দেরি করে আসার দায়ে তাকে ঘুষি মেরেছেন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এ ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

আগ্রার সিগানা গ্রামের একটি প্রাক-প্রাথমিক স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষিকাকে শুধু মারধর নয় জামাকাপড় ছিঁড়ে ফেলারও অভিযোগ আনা হয়েছে। এনডিটিভির তথ্য।

ভিডিওতে দেখা যায়, মারধরের এক পর্যায়ে ওই শিক্ষিকা অধ্যক্ষের হাত থেকে বাঁচতে চেষ্টা করেন। এ সময় অন্যারা এসে তাদের থামানোর চেষ্টা করেন।

 

এ ঘটনায় ওই শিক্ষিকা আহত হয়েছেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন। ধারণ করা ভিডিওতে শোনা গেছে, ম্যাডাম যে কাজ করছে তাতে তার সুবিধা হবে না। শিক্ষিকাকে মারধরের ঘটনায় ওই অধ্যক্ষের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

 

আরও খবর

Sponsered content