আন্তর্জাতিক

আন্তর্জাতিক চাপ ইসরায়েলকে থামাতে পারবে না, যুদ্ধ চলবেই বললেন নেতানিয়াহু

আন্তর্জাতিক চাপ ইসরায়েলকে থামাতে পারবে না, যুদ্ধ চলবেই বললেন নেতানিয়াহু

কোন ধরনের আন্তর্জাতিক চাপ হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে ইসরায়েলকে থামাতে পারবে না বলে মন্তব্য করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

 

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে সৈন্যদের সাথে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল। তিনি আরও বলেন, যুদ্ধের ময়দানে কর্মরত কমান্ডারদের স্পষ্টভাবে বলতে চাই, আমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। হামাসের বিরুদ্ধে বিজয়ই আমাদের একমাত্র লক্ষ্য।

 

উল্লেখ্য, ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় মৃত্যু উপত্যকা গাজা। দুই মাসের বেশি সময় ধরে চলমান আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ১৮ হাজার ৬০৮ জন ফিলিস্তিনি। এছাড়াও চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ৫০ হাজার ৫৯৪ জন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

 

আরও খবর

Sponsered content