খেলাধুলা

ব্যাট ভাঙলেন গেইল

ব্যাট ভাঙলেন গেইল

বয়স হয়ে গেছে ৪৪। ব্যাট হাতে ক্রিস গেইলের সেরা সময়ের ঝলক দেখা যায় এখনো। লেজেন্ডস লিগ ক্রিকেটেই যেমন বিধ্বংসী এক ফিফটি করার সময় নিজের ব্যাটই ভেঙে ফেললেন এই ক্যারিবিয়ান।

 

টুর্নামেন্টে বুধবার এই কাণ্ড ঘটান গেইল। ভিলওয়ারা কিংসের বিপক্ষে গুজরাট জায়ান্টসের হয়ে ইনিংস শুরু করতে নামেন তিনি। ষষ্ঠ ওভারে বাউন্ডারি মারার চেষ্টায় ভেঙে যায় তার ব্যাট। ওই ওভারে রায়ান সাইডবটমকে টানা দুটি ছক্কা ও তিনটি চার মারেন তিনি।

 

ওভারের চতুর্থ বলে এক্সট্রা কাভারের ওপর দিয়ে তুলে মারেন গেইল। বলের সঙ্গে সংযোগ হওয়ার পরপরই হাতল থেকে ভেঙে যায় গেইলের ব্যাট। ড্রেসিংরুমের দিকে তাকিয়ে নতুন ব্যাট চান ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই তারকা। ততক্ষণে বলটা বাউন্ডারি পেরিয়ে যায়। ওই মুহূর্তেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

২৭ বলে ৫২ রানের ইনিংসটি খেলেন গেইল ১৯২.৫৯ স্ট্রাইক রেট! আটটি চারের সঙ্গে মারেন দুটি ছক্কা। ছন্দে থাকলে এখনও কতটা ভয়ংকর হতে পারেন তিনি, দেখিয়ে দিলেন আরও একবার। ম্যাচটি শেষ পর্যন্ত ৩ রানে জিতে যায় গেইলদের গুজরাট। ১৭২ রানের পুঁজি নিয়ে ভিলওয়ারাকে ১৬৯ রানে থামিয়ে দেয় তারা।

 

আরও খবর

Sponsered content