আন্তর্জাতিক

আবারও গাজায় ত্রাণপ্রার্থীদের ওপর হামলা, নিহত ১১

আবারও গাজায় ত্রাণপ্রার্থীদের ওপর হামলা, নিহত ১১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ত্রাণের জন্য অপেক্ষাকারীদের ওপর ইসরায়েলি নতুন আরেক হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

 

ত্রাণপ্রার্থীদের ওপর চালানো হামলাকে ‘নতুন, পূর্বপরিকল্পিত গণহত্যা’ বলে অভিহিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

এর আগে বৃহস্পতিবার গাজার পৃথক দুটি স্থানে ত্রাণপ্রার্থীদের ওপর ইসরায়েলের হামলায় কমপক্ষে ২৯ জন নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হন।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আহতরা আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে মেঝেতে পড়ে আছে।

 

দুর্বল চিকিৎসা সক্ষমতার কারণে চিকিৎসা সেবা দানকারী দলগুলো এই পরিস্থিতি মোকাবিলা করতে অক্ষম।

 

তবে ত্রাণ কেন্দ্রে হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। একইসঙ্গে হামলার এসব রিপোর্টকেও ‘মিথ্যা’ বলে বর্ণনা করেছে তারা।

 

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ‘যেহেতু আইডিএফ সকল ঘটনাকে পুঙ্খানুপুঙ্খতার সাথে মূল্যায়ন করে, আমরা মিডিয়াকে একই কাজ করার এবং শুধুমাত্র বিশ্বাসযোগ্য তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানাই।

 

আরও খবর

Sponsered content