আন্তর্জাতিক

আল-আকসায় জুম্মার নামাজ হবে কড়া পুলিশি পাহারায়

আল-আকসায় জুম্মার নামাজ হবে কড়া পুলিশি পাহারায়

এ বছর রমজান মাসের প্রথম শুক্রবার জুম্মার নামাজের জন্য জেরুজালেমের আল-আকসা মসজিদে হাজার হাজার পুলিশ মোতায়েন করবে ইসরায়েল। খবর- এএফপি রমজান মাস শুরুর পর ইতিমধ্যেই কয়েকশ পুলিশ মোতায়েন করা হয়েছে জেরুজালেমে, জানিয়েছেন ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিরিত বেন মেয়র।

 

রোববার (১০ মার্চ) পুলিশের সাথে আল-আকসায় নামাজ পড়তে আসা মুসলিমদের মাঝে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ বিষয়ে সতর্ক আছে ইসরায়েল, রাষ্ট্রীয় মুখপাত্র তাল হাইনরিখ বলেন।

 

প্রতি বছর রমজান মাসে হাজার হাজার মুসলিম আল-আকসায় নামাজ আদায় করেন।

গত বছর অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, ফলে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের মাঝে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এমনকি ইসরায়েলের এক মন্ত্রী দাবি করেন, পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের জেরুজালেমে প্রবেশ করতে দেওয়াটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।

তবে গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, প্রতি বছর যে পরিমাণ মুসলিমদের আল-আকসায় প্রবেশ করতে দেওয়া হয়, এ বছরেও সে পরিমাণ মুসলিমদের প্রবেশ করতে দেওয়া হবে।

এক্ষেত্রে অবরুদ্ধ পশ্চিম তীর থেকে আসা ফিলিস্তিনিরা কিছুটা বাধার মুখে পড়তে পারেন বলে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে।

ওই এলাকা থেকে শুধু ৫৫ বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং ৫০ বছর বা তার বেশি বয়সী নারীরা আল আকসায় আসতে পারবেন।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল।

চার মাসেরও বেশি সময় ধরে চলমান সেই অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৩১ হাজারেরও বেশি মানুষ।

আরও খবর

Sponsered content