আন্তর্জাতিক

ই’সরাইলে ৪৫০ কেজি ওজনের ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে ইরান

সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ই’সরাইলের হামলার প্রতিশোধ হিসেবে ই’সরাইরে গত শনিবার প্রায় তিন শতাধিক ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলা করেছে ইরান। এ হামলা ঠেকাতে বেশ বেগ পেতে হয়েছে তেলআবিবের, খরচ হয়েছে বিলিয়ন ডলার।

 

এবার জানা গেলো, ওই হামলায় ৪৫০ কেজি ওজনেরও ক্ষেপনাস্ত্র ব্যবহার করেছিল ইরান।

 

এ বিষয়ে ই’সরাইলের গণমাধ্যম চ্যানেল-টুয়েলভ একটি ভিডিও প্রকাশ করেছে।

 

এতে ৪৫০ কেজি ওজনের একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখা গেছে।

 

মৃত সাগর থেকে উদ্ধার করা হয়েছে এটি। ধারণা করা হচ্ছে, ই’সরাইলে হামলার সময় এটি মৃত সাগরে পড়েছে।

 

সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ই’সরাইলের হামলার প্রতিশোধ হিসেবে শনিবার রাতে ইরান তিন শতাধিক ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ই’জরাইলে।

 

আরও খবর

Sponsered content