সারাদেশ

হাতিরঝিলে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ

হাতিরঝিলে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রাজধানীর হাতিরঝিলে মধুবাগ সেতুর নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর। শনিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কারিবেল হাসান বলেছেন, আমরা খবর পেয়ে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচ থেকে ওই মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও বলেন, মৃত ব‍্যক্তির পরিচয় জানা যায়নি। সিআইডি’র ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে তার পরিচয় জানা যেতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

আরও খবর

Sponsered content