খেলাধুলা

আর্জেন্টিনার ৩২ জন বিশ্বকাপ বাছাইয়ের জন্য

আর্জেন্টিনার ৩২ জন বিশ্বকাপ বাছাইয়ের জন্য

বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য ৩২ জনের দল ঘোষণা করেছেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। গোলরক্ষক এমি মার্তিনেজ ও ডিফেন্ডার মার্কোস আকুনিয়ার চোটের কারণে দলঘোষণা দেরি হলেও দুজনকে রেখেছেন কোচ।

 

গোলরক্ষক হিসেবে বিশ্বকাপে খেলা রুলিকে রাখেননি স্কালোনি। চার গোলকিপারের মধ্যে আতালান্তার হুয়ান মুসোকে নেয়া হয়েছে। স্ট্রাইকিং পজিশনে আনহেল কোরেয়াকে না নিয়ে ডিয়েগো সিমিওনের ছেলে জিওভান্নিকে রেখেছেন স্কালোনি।

 

৭ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সে ইকুয়েডরের সঙ্গে, আর ১২ তারিখ লাপাজে বলিভিয়ার সঙ্গে বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এ উপলক্ষ্যে ৪ তারিখ থেকে অনুশীলন করবেন মেসিরা।

 

গোলরকক্ষক
ফ্রাঙ্কো আরমানি (রিভারপ্লেট), ওয়াল্টার বেনিতেজ (পিএসভি), এমি মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (আতালান্তা)

ডিফেন্ডার
মার্কোস আকুনিয়া (সেভিয়া), লিওনার্দো বালের্দি (মার্শেই), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানইউ), ফাকুন্দো মেদিনা (লাসঁ), নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনজালো মন্তিয়েল (নটিংহ্যাম ফরেস্ট), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), জার্মান পেজ্জেলা (বেতিস), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ)

মিডফিল্ডার
থিয়াগো আলমাদা (আটলন্টা ইউ.), ফাকুন্দো বুয়োনানোত্তে (ব্রাইটন), রদ্রিগো ডি পল (আতলেতিকো মাদ্রিদ), এনজো ফার্নান্দেজ (চেলসি), জিওভান্নি লো সেলসো (টটেনহ্যাম), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), লুকাস ওকাম্পোস (সেভিয়া), এজেকুয়েল প্যালাসিওস (লেভারকুজেন), লিয়ান্দ্রো পারেদেস (রোম), গিদো রদ্রিগেজ (বেতিস)

স্ট্রাইকার
হুলিয়ান আলভারেজ (ম্যানসিটি), আনহেল ডি মারিয়া (বেনফিকা), পাওলো দিবালা (রোম), আলেহান্দ্রো গারানচো (ম্যানইউ), নিকোলস গনজালেজ (ফিওরেন্তিনা), লাউতারো মার্তিনেজ (ইন্তার মিলান), লিওনেল মেসি (ইন্টার মায়ামি) ও জিওভান্নি সিমিওনে (নাপোলি)

আরও খবর

Sponsered content