বিজ্ঞান ও প্রযুক্তি

এবার জানাগেল বাংলাদেশের ৭৫ লাখ ভিডিও কেন সরিয়েছে টিকটক

কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করায় ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে ((অক্টোবর-ডিসেম্বর) বাংলাদেশ থেকে আপলোড করা ৭৫ লাখ ৯৯ হাজার ৩৪৯টি ভিডিও অপসারণ করেছে টিকটক। সম্প্রতি টিকটকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

 

প্রতিবেদনের তথ্যানুযায়ী, একই সময়ে বিশ্বজুড়ে প্ল্যাটফর্মটি থেকে মোট ১৭ কোটি ৬৪ লাখ ৬১ হাজার ৯৬৩টি ভিডিও সরানো হয়েছে।

 

যা টিকটকে আপলোড করা মোট ভিডিওর প্রায় ১%। এরমধ্যে ১২ কোটি ৮৩ লাখ ৫৮৪টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হয়েছে।

 

অন্যদিকে, ৮০ লাখ ৩৮ হাজার ১০৬টি ভিডিও যাচাই-বাছাই করে প্ল্যাটফর্মে পুনরায় রাখা হয়েছে।

 

২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে বাংলাদেশ থেকে আপলোড দেওয়া যেসব ভিডিও সরানো হয়েছে, তার মধ্যে ৯৫.৩% ভিডিও এক দিনের মধ্যেই ডিলিট করা হয়েছে। এই প্রান্তিকে ভিডিও অপসারণের হার ছিল ৯৯.৫%।

 

এছাড়া, ১৩ বছরের কম বয়সী প্ল্যাটফর্ম ইউজার হওয়ার সন্দেহে অ্যাকাউন্ট সরিয়েছে টিকটক।

 

বিশ্বজুড়ে এমন অ্যাকাউন্ট সরানো হয়েছে মোট ১ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৮৫৫টি।

 

আরও খবর

Sponsered content