খেলাধুলা

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার লাপাজ জয়

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার লাপাজ জয়

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই বলিভিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। তবুও পৃথিবীর উচ্চতম রাজধানী লা পাজ জয় করতে বেগ পেতে হয়নি স্কালোনির শিষ্যদের। গতরাতে বলিভিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে গোল করেছেন এনজো ফার্নান্দেজ, নিকোলাস তাগলিয়াফিকো এবং নিকো গঞ্জালেস।

 

গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটায় বলিভিয়ার মাঠ লা পাজে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এর আগে ইকুয়েডরের বিপক্ষে শেষ মুহূর্তে চোটের সম্ভাবনা নিয়ে মাঠ ছাড়েন মেসি। ধারণা করা হয়েছিল বলিভিয়ার বিপক্ষে হয়তো নাও খেলতে পারেন দলের সেরা তারকা। শেষমেশ স্কোয়াডে মেসিকে রাখেননি কোচ লিওনেল স্কালোনি।

 

তবে মেসিকে ছাড়াই বিশ্বচ্যাম্পিয়নরা লাপাজ জয় করে নিল।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ হাজার ফুট উচ্চতার লাপাজে যথারীতি বলের দখল রেখে খেলায় মনোযোগ দেয় আর্জেন্টিনা। দূরপাল্লার শটে একাধিকবার বলিভিয়াকে চমকে দেওয়ার চেষ্টা করে তারা। অন্য দিকে বলিভিয়াও চেষ্টা করেছে ঘরের মাঠের সুবিধা নিয়ে এগিয়ে যেতে।

 

খেলার ৩১ মিনিটে এনজো ফার্নান্দেজ গোল আদায় করে নেন।

৩৯ মিনিটে বলিভিয়ার খেলোয়াড় রবার্তো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে আরো চাপে পড়ে দলটি। এরপরই ডি মারিয়ার ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন নিকোলাস তাগলিয়াফিকো। বিরতির পরে তৃতীয় গোল আদায় করে নেয় আর্জেন্টিনা। গোলটি আসে নিকো গঞ্জালেসের কাছে থেকে।

 

বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা খেলেছে ৬ ম্যাচ। সবগুলো ম্যাচেই তাদের শতভাগ সাফল্য। ম্যাচগুলোতে প্রতিপক্ষের জালে ১৭ গোল করলেও বিশ্বজয়ীরা হজম করেনি কোনো গোল।