খেলাধুলা

আর্জেন্টাইনের গোলে আর্জেন্টিনার ক্লাবকে হারিয়ে ব্রাজিলের ক্লাবই জিতল ‘চ্যাম্পিয়নস লিগ’

আর্জেন্টাইনের গোলে আর্জেন্টিনার ক্লাবকে হারিয়ে ব্রাজিলের ক্লাবই জিতল ‘চ্যাম্পিয়নস লিগ’

দেশ ছেড়েছেন সেই ২০১১ সালে। এরপর নিজ দেশ আর্জেন্টিনার কোনো ক্লাবে খেলার সুযোগ হয়নি। ইন্দিপেন্দিয়েন্তে মেদেয়িন, পাচুকা, লিওন, ভাস্কো দা গামার মতো লাতিন আমেরিকার বিভিন্ন দেশের ক্লাবে খেলার পর ২০২২ সালে যোগ দিয়েছিলেন ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সে। বয়স যত বেড়েছে, বেড়েছে গোল করার ক্ষুধা। তাঁর সে গোলক্ষুধাই কাঁদাল নিজের দেশকে।

 

আজ দক্ষিণ আমেরিকার ‘চ্যাম্পিয়নস লিগ’ খ্যাত কোপা লিবের্তাদোরেসের ফাইনালে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স ২-১ গোলে হেরেছে ফ্লুমিনেন্সের কাছে। দুটি গোলের একটি এসেছে আর্জেন্টিনার স্ট্রাইকার হের্মান কানোর পা থেকে, যিনি ২০১১ সাল থেকে নিজের দেশে কোনো ক্লাবে খেলার সুযোগই পাননি!

 

কানোর সঙ্গে ব্রাজিলিয়ার স্ট্রাইকার জন কেনেডির গোল মিলিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো মহাদেশসেরা হয়েছে ফ্লুমিনেন্স। ওদিকে ২০০৭ সালে কিংবদন্তী হুয়ান রোমান রিকেলমে থাকার সময় সর্বশেষ লিবের্তাদোরেস জেতা বোকা আরেকটিবার ফিরে এসেছে খালি হাতে। বোকার হয়ে সান্ত্বনাসূচক গোলটা করেছেন পেরুভিয়ান রাইটব্যাক লুই আদভিঙ্কুলা। ১-১ গোলে নির্ধারিত সময় শেষ হয়ে গেলে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে গোল করে ফ্লুমিনেন্সকে এগিয়ে দেন কেনেডি।

 

অবশ্য অতিরিক্ত উদযাপন করতে গিয়ে কেনেডি উল্টো লাল কার্ড দেখেছেন। লাল কার্ড দেখেছেন বোকার লেফটব্যাক ফ্র্যাঙ্ক ফাব্রাও। অতিরিক্ত সময়ের শেষ অর্ধ দুই দলই একজন কম নিয়ে খেললেও বোকা আর গোল শোধ করতে পারেনি।

 

এই মৌসুমেই ফ্লুমিনেন্সে যোগ দেওয়া রেয়াল মাদ্রিদের সাবেক লেফটব্যাক মার্সেলো জিতলেন লিবের্তাদোরেস। ওদিকে পিএসজি, নাপোলি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার এদিনসন কাভানিকে ফিরতে হলো খালি হাতেই।