আন্তর্জাতিক

দেশে দেশে ছড়িয়ে পড়ছে মার্কিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরাইলি গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের উত্তাপ দেশে দেশে ছড়িয়ে পড়ছে। প্রতিবেশী কানাডা থেকে শুরু করে সুদূর অস্ট্রেলিয়াতেও আছড়ে পড়ছে এ আন্দোলনের ঢেউ।

 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত প্রায় সাত মাস ধরে চলা ইসরাইলের নির্বিচার হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। বিক্ষোভ দমনে গত এক সপ্তাহে আটক করা হয়েছে দুহাজারেও বেশি শিক্ষার্থীকে। এখনও চলছে ধরপাকড়। এর মধ্যেই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থিদের ওপর হামলা চালায় ইসরাইলপন্থিরা।

 

যুক্তরাষ্ট্রজুড়ে এতো অভিযান, ধরপাকড় ও দমন-নিপীড়নেও দমছে না ইসরাইলবিরোধী আন্দোলন। বরং, নিপীড়িত ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বিক্ষোভের এ ঢেউ আছড়ে পড়ছে যুক্তরাষ্ট্রের বাইরেও।

 

কানাডা
বৃহস্পতিবার (২ মে) থেকে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া এবং অটোয়া বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তাঁবু গেড়ে অবস্থান নিয়েছেন ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। তাদের দাবি, ইসরাইলের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক ছিন্ন করাসহ দেশটিতে যাবতীয় বিনিয়োগ ও সহায়তা বন্ধ করতে হবে।

 

এদিকে, মন্ট্রিলের ম্যাকগিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিক্ষোভ দমনে পুলিশি হস্তক্ষেপ চাইলেও কোন প্রতিক্রিয়া দেখায়নি নিরাপত্তা বাহিনী।

অস্ট্রেলিয়া
বিক্ষোভের আঁচ লেগেছে ইসরাইলের আরেক ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়ায়। দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হয়েছে ইসরাইলবিরোধী আন্দোলন। বিক্ষোভের সঙ্গে প্রতিদিনই যুক্ত হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

 

সিডনি বিশ্ববিদ্যালয়ে তাঁবু স্থাপন করে অবস্থান নেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এ সময় যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান তারা। বিক্ষোভকারী শিক্ষার্থীরা ইসরাইলের সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থাগুলো থেকে সিডনি বিশ্ববিদ্যালয়কে বিচ্ছিন্ন হওয়ার দাবি তোলেন।

জর্ডান
যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে জর্ডানেও। গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ ও যুক্তরাষ্ট্রের আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শনিবার আম্মানের রাজপথে নামেন শত শত শিক্ষার্থী। এছাড়াও জাপান, ইতালি, মেক্সিকো ও লেবাননসহ বিশ্বের বহু দেশে শিক্ষার্থীরা গাজায় ইসরাইলি গণহত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ করছেন।

 

সূত্র: সিএনএন

 

আরও খবর

Sponsered content