আন্তর্জাতিক

খামেনির ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিলের কড়া নিন্দা জানালো ইরান

খামেনির ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিলের কড়া নিন্দা জানালো ইরান

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করেছে মেটা। এ ঘটনাকে অবৈধ ও অনৈতিক হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

 

এ ব্যাপারে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, বিপজ্জনক সংস্থা ও ব্যক্তিদের নিয়ে ফেসবুক-ইনস্টাগ্রামের নীতি বারবার লঙ্ঘন করায় খামেনির অ্যাকাউন্টগুলো সরিয়ে দেওয়া হয়েছে।

 

প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান বলেছেন, একজন বিপ্লবী নেতার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বাতিল করাটা শুধু বাক্‌স্বাধীনতার লঙ্ঘন নয়, বরং তার লাখ লাখ অনুসারী ও সংবাদ প্রকাশের জন্যও অপমানজনক।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, খামেনির অ্যাকাউন্ট বাতিল করার মধ্য দিয়ে ফিলিস্তিনের একজন বিশিষ্ট সমর্থকের মতামত সেন্সর করার চেষ্টা চলছে।

 

আরও খবর

Sponsered content