আন্তর্জাতিক

গুজরাটে আয়ুর্বেদিক সিরাপ খেয়ে পাঁচ জনের মৃত্যু

গুজরাটে আয়ুর্বেদিক সিরাপ খেয়ে পাঁচ জনের মৃত্যু

ভারতের গুজরাট রাজ্যে মিথাইল অ্যালকোহলযুক্ত দূষিত আয়ুর্বেদিক সিরাপ খেয়ে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত দুই দিনে একই সিরাপ খেয়ে অসুস্থ হয়ে পড়া আরো দুই জন হাসপাতালে ভর্তি আছেন বলে পুলিশ জানিয়েছে। -খবর পিটিআই।

 

প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের খেদা জেলার নাদিয়াদ শহরের কাছে বিলোদরা গ্রামের এক দোকানদার প্রায় ৫০ জনের কাছে ‘কালমেঘাসব-আসব অরিষ্ট’ নামের আয়ুর্বেদিক সিরাপটি বিক্রি করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

 

খেদার পুলিশ সুপার রাজেশ গাধিয়া বলেছেন, বিক্রির আগে সিরাপটিতে মিথাইল অ্যালকোহল মেশানো হয়েছিল, এক গ্রামবাসীর রক্ত পরীক্ষার রিপোর্টে এটি নিশ্চিত হয়েছে। গত দুই দিনে এই সিরাপ খেয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আরো দুই জন হাসপাতালে ভর্তি আছেন। আরো জিজ্ঞাসাবাদের জন্য আমরা ঐ দোকানদারসহ তিন জনকে আটক করেছি। মিথাইল অ্যালকোহল একটি বিষাক্ত পদার্থ।

 

আরও খবর

Sponsered content