আন্তর্জাতিক

আসামে বাঙালি মুসলমানদের উদ্দেশে নতুন যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

আসামে বাঙালি মুসলমানদের উদ্দেশে নতুন যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

ভারতের উত্তর-পূর্ব আসাম রাজ্যে বাঙালি মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন রাজ্যের বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি রাজ্যের ‘মিয়া’ মুসলমানদের উদ্দেশে একটি বার্তা দেন। আসামে থাকতে হলে তাদের ওপর কিছু শর্ত আরোপ করেন। আসামে বাঙালি মুসলমানদের ‘মিয়া’ হিসেবে চিহ্নিত করা হয়। সাধারণভাবে মনে করা হয়, তারা বাংলাদেশ থেকে আসামে এসেছেন।

 

হিমন্ত শনিবার বলেন, মিয়ারা আসামের মূল নিবাসী কিনা, তা ভিন্ন বিষয়। আমরা বলছি, তারা যদি মূল নিবাসী হওয়ার চেষ্টা করেন, তাতে কোনো সমস্যা নেই।

 

তবে এ জন্য তাদের বাল্যবিবাহ এবং বহুবিবাহ ত্যাগ করতে হবে এবং নারীশিক্ষাকে উৎসাহিত করতে হবে। দুটির বেশি সন্তান নেওয়া যাবে না।

 

আসামে হিমন্তর নেতৃত্বাধীন বিজেপি সরকার ২০২৩ সালে দুটি পর্যায়ে বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে মধ্যবয়সী মুসলমান পুরুষদের গ্রেপ্তার করে।

 

তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, বেশ কয়েকজন একাধিক বিয়ে করেছেন এবং তাদের স্ত্রীরা সমাজের দরিদ্র অংশ থেকে আসা নারী। মুখ্যমন্ত্রী নিজেই এ অভিযোগ করেছিলেন। খবর- এনডিটিভির।

 

আরও খবর

Sponsered content