জাতীয়

ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি কবে, জানালেন রেলমন্ত্রী

ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি কবে, জানালেন রেলমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৫ মার্চ। ওইদিন দেওয়া হবে ৪ এপ্রিলের টিকিট। আজ বুধবার (১৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জিল্লুল হাকিম তথ্য জানান।

 

রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘এবারের ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৫ মার্চ থেকে।

 

গতবারের মতো এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে।

 

টিকিট বিক্রির বিষয়ে মন্ত্রী আরও বলেন, প্রথম দিনে দেওয়া হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চে ৮ এপ্রিলের টিকিট, ৩০ মার্চে ৯ এপ্রিলের টিকিট এবং চাঁদ দেখা সাপেক্ষে ১০ এপ্রিলের টিকিট ৩১ মার্চে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

মন্ত্রী আরও বলেন, ‘ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৪ এপ্রিল। প্রথম দিনে ১৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।

 

৫ এপ্রিলে ১৫ এপ্রিলের টিকিট, ৬ এপ্রিলে ১৬ এপ্রিলের টিকিট, ৭ এপ্রিলে ১৭ এপ্রিলের টিকিট, ৮ এপ্রিলে ১৮ এপ্রিলের টিকিট, ৯ এপ্রিলে ১৯ এপ্রিলের টিকিট এবং চাঁদ দেখা সাপেক্ষে ১০ এপ্রিলে ২০ এপ্রিলের টিকিট দেওয়া হবে।

 

আরও খবর

Sponsered content