জাতীয়

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেছেন আমাদের গণতন্ত্র শেখাবেন না: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেছেন আমাদের গণতন্ত্র শেখাবেন না: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেছেন, যারা গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন তাদের দেশেই গণতন্ত্র নেই। তাই আমাদের গণতন্ত্র শিক্ষা দেবেন না।

 

আজ সোমবার (০২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘মায়ের কান্না’ সংগঠন আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ সময় জিয়াউর রহমানের ‘৭৭- এর হত্যাযজ্ঞ নিয়ে দেশি-বিদেশি মানবাধিকার ব্যবসায়ীরা কেন কথা বলছেন না, প্রশ্ন রেখে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা অনেকের পছন্দ না। তাই ষড়যন্ত্র হচ্ছে।

 

তথ্যমন্ত্রী বলেন, মায়ের কান্নার আন্দোলন যৌক্তিক। যারা মানবাধিকার নিয়ে কাজ করছেন তাদের বলছি, এই বিষয়টা দেখবেন।

 

‘খালেদা জিয়াকে রাজনৈতিক দাবার ঘুঁটি’ বানানো হয়েছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, বেগম জিয়া হাসপাতালে গেলেই বিএনপি বলে জীবন সংকটাপন্ন। অথচ তারা চায় না যে বেগম জিয়া সুস্থ থাকুক। এ নিয়ে দয়া করে রাজনীতি করবেন না। তার বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া আদালতের ব্যাপার।

 

তিনি আরও বলেন, আন্দোলনে মানুষকে সম্পৃক্ত করতে পারেনি বিএনপি। তারা এখন সন্ত্রাসের পরিকল্পনা গ্রহণ করছে। তবে আওয়ামী লীগ রাজপথে আছে, থাকবে। কঠোরভাবে প্রতিহত করা হবে।

আরও খবর

Sponsered content