আন্তর্জাতিক

রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতের রাজস্থানে দেশটির বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে। মঙ্গলবার বাহিনীটির প্রশিক্ষণ চলাকালে লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (এলসিএ) ‘‘তেজস’’ জয়সলমেরের একটি পরিত্যক্ত এলাকায় বিধ্বস্ত হয়।

 

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার সময় যুদ্ধবিমানটির পাইলট নিরাপদে বের হয়ে এসেছেন।

 

এ ঘটনায় ভারতীয় বিমান বাহিনী একটি বিবৃতি দিয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, ‘ভারতীয় বিমানবাহিনীর একটি তেজস যুদ্ধবিমান আজ এক প্রশিক্ষণের সময় জয়সলমেরে দুর্ঘটনার শিকার হয়।

 

পাইলট নিরাপদে বের করে হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

এর আগে গত মাসের শুরুর দিকে, দেশটির পশ্চিমবঙ্গে প্রশিক্ষণের সময় আইএএফের একটি হক প্রশিক্ষক বিমান দুর্ঘটনায় পতিত হয়।

 

কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশনের কাছে বেসামরিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

 

তবে কোনো প্রাণহানি বা বেসামরিক সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুই পাইলটই নিরাপদে বের হয়ে যান।

 

আরও খবর

Sponsered content