আন্তর্জাতিক

সৌদির ৪ নির্দেশনা জমজমের পানি নিয়ে

সৌদির ৪ নির্দেশনা জমজমের পানি নিয়ে

সৌদি আরবের দুটি পবিত্র স্থানে জমজমের পানি পান করার ক্ষেত্রে নতুন চারটি নির্দেশনা জারি করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

 

প্রতিবেদনে বলা হয়, নতুন নির্দেশনায় জমজমের পানি পান করার সময় মুসলিম পুণ্যার্থীদের মধ্যে পরোপকারের মনোভাব দেখানো, ধাক্কাধাক্কি এড়িয়ে অন্যকে সহযোগিতা করা এবং পানি পান করার সময় বয়োজ্যেষ্ঠদের আগে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

 

এছাড়াও জমজমের পানি পান করার সময় যেন মেঝেতে না পড়ে এবং পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ওয়ান টাইম কাপগুলো নির্ধারিত স্থানে ফেলতে বলা হয়েছে।

 

মুসলিমদের দুই পবিত্র স্থান- মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে জমজমের পানি বিতরণ করা হয়। নতুন ওমরাহ মৌসুম চলাকালে এসব নির্দেশনা জারি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও খবর

Sponsered content