সারাদেশ

টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে হত্যার হুমকি, থানায় অভিযোগ

টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে হত্যার হুমকি, থানায় অভিযোগ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে খন্দকার নাসির আহমেদ নামের একজনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের ছেলে নবীনূর (২৫) এর বিরুদ্ধে।

 

গতকাল বুধবার (১৪ই ফেব্রুয়ারী) হরিরামপুর উপজেলার বহলাতলি গ্রামের মৃত হারুন অর রশীদ খন্দকারের ছেলে খন্দকার নাসির আহমেদ বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে হরিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন, ১. নবীনূর, ২. রানা, ৩. সিকান্দার, ৪. মামুন পোদ্দার ও ৫. নাফিস।

 

অভিযোগকারী খন্দকার নাসির আহমেদ অভিযোগে উল্লেখ করেছেন, টেন্ডার জমা দেওয়া নিয়ে বিবাদীদের সাথে পূর্ব থেকেই বিরোধ চলে আসছে। গতকাল হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে টেন্ডার জমা দিতে গেলে ১ নং বিবাদীর হুকুমে ২ ও ৪ নং বিবাদীদ্বয় তাকে গালিগালাজ করতে থাকে।

 

গালিগালাজ করতে নিষেধ করলে এলোপাথাড়ি চর থাপ্পড় মেরে শরীরের বিভিন্ন স্থানে নিলাফোলা জখম করে এবং বিবাদীগণ চলে যাওয়ার সময় প্রকাশ্যে আরো হুমকি দিয়ে বলে, টেন্ডার নিতে যদি আসিস মেরে লাশ বস্তার মধ্যে ঢুকিয়ে পদ্মায় ফেলে দিবো।

 

এ প্রসঙ্গে জানতে চাইলে নবীনূর দেওয়ান বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অভিযোগকারীকে আমি চিনিই না।

 

উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, আমার ছেলে টেন্ডার সংক্রান্ত বিষয়ে কিছুই জানেনা, এর সাথে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ওইদিন আমার ছেলে উপজেলা চত্ত্বরেই আসেনি।

 

হরিরামপুর থানার ওসি (তদন্ত) মো: মুজিবুর রহমান জানান, একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি নিয়ে তদন্ত চলমান।