খেলাধুলা

খেলার বিষয়ে মন যা চায় সেটাই করব বললেন মাশরাফি

খেলার বিষয়ে মন যা চায় সেটাই করব বললেন মাশরাফি

মাঠের খেলার বিষয়ে মন যা সাঁয় দেবে তাই করবেন বলে জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ার পর আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো নড়াইল সফরে এসে তিনি এমনটি জানান।

 

এদিন সকাল ১০ টায় মাশরাফি নড়াইল সার্কিট হাউসে এসে উপস্থিত হন। এসময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং রাষ্ট্রীয় সালাম জানানো হয়।

 

এরপর তিনি সার্কিট হাউজ মিলনায়তনে প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকে জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. মেহেদি হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

পরে মাশরাফি সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে দায়িত্ব ঠিকভাবে পালনের চেষ্টা করব। আমাকে আবার নির্বাচিত করায় এই জনপদের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ।

 

খেলায় জড়িত থাকবেন না অবসরে যাবেন জানতে চাইলে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বলেন, ‘খেলা আমার ব্যাপার।

 

এ নিয়ে আমি আমার মত করে সিদ্ধান্ত নেব। এটা মিডিয়ার সামনে বলার বিষয় না। আমার যেটা মন চাইবে সেটাই করব।

 

জানা গেছে, বৈঠকের পর মাশরাফি নড়াইল ছেড়ে যান। গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রন্ধাঞ্জলি নিবেদনের পর বৃহস্পতিবারই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

আরও খবর

Sponsered content