খেলাধুলা

আইপিএল নিলামে নেই সাকিব-লিটন, সর্বোচ্চ ভিত্তিমূল্য মুস্তাফিজের

আইপিএল নিলামে নেই সাকিব-লিটন, সর্বোচ্চ ভিত্তিমূল্য মুস্তাফিজের

আরেকটি আইপিএল আসরের তোড়জোড় শুরু করেছে ভারত। যেখানে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের তারকা ক্রিকেটাররা। যার প্রমাণ মেলে ৭৭ স্লটের বিপরীতে ১১৬৬ জন ক্রিকেটারের নাম জমা দেওয়ার ঘটনায়।

 

আগামী ১৯ ডিসেম্বর প্রথমবারের মতো ভারতের বাইরে দুবাইয়ে মিনি-নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে নাম পাঠিয়েছেন মাহমুদউল্লাহসহ বাংলাদেশের ৬ ক্রিকেটার। তবে নাম পাঠাননি বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস।

 

শুক্রবার ড্রাফটের তালিকা প্রকাশ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। মাহমুদউল্লাহসহ তালিকায় আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ। তাদের মধ্যে সর্বোচ্চ মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি।

 

আইপিএলের ড্রাফটে আছেন আইসিসির সহযোগী সদস্যদেশের ৪৫ জন ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি, এমন ক্রিকেটার আছেন ৯০৯ জন, যার মধ্যে ৮১২ জনই ভারতের। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, এমন ক্রিকেটার এই তালিকায় আছেন ১৮ জন।

 

আরও খবর

Sponsered content