খেলাধুলা

সাকিব হঠাৎ দুবাইয়ে টি-টেনের ফটোশুট করতে

সাকিব হঠাৎ দুবাইয়ে টি-টেনের ফটোশুট করতে

আঙুলের চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন না সাকিব আল হাসান। এমনকি নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দলেও যাচ্ছেন না টাইগারদের নিয়মিত অধিনায়ক। এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনের মনোনয়ন নিয়েছেন তিনি। তাই তুমুল ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে তার সময়।

 

এর মাঝেই আবার দুবাইয়ে উড়াল দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। তবে খেলার উদ্দেশ্যে নয়। আবু ধাবিতে চলমান টি-টেন টুর্নামেন্টে বাংলা টাইগার্স দলের ফটোশুট ও স্পন্সরশিপের কাজ সম্পন্ন করতে শনিবার দুবাইয়ে পৌঁছেছেন সাকিব। সেখানে কয়েকদিন থাকার কথা রয়েছে তার।

 

তবে চলমান আসরে সাকিব খেলবেন না আঙুলের চোটের কারণে। বাংলা টাইগার্সের হয়ে গত আসরে খেলেছিলেন সাকিব। এবারও তাকে নিয়েছিল দলটি। কিন্তু বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া আঙুলের চোটে তাকে থাকতে হচ্ছে মাঠের বাইরে।

 

গত ২৮ নভেম্বর শুরু হওয়া টি-টেন লিগে এবার এখন পর্যন্ত ২ ম্যাচ খেলেছে বাংলা টাইগার্স। তাতে ১ জয়ের বিপরীতে ১ হার। ৮ দলের টুর্নামেন্টের পর্দা নামবে ৯ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে।

 

আরও খবর

Sponsered content