খেলাধুলা

টাইগারদের সাবেক অধিনায়ক যা বললেন তামিমকে নিয়ে

টাইগারদের সাবেক অধিনায়ক যা বললেন তামিমকে নিয়ে

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগেই উত্তাপ ছিল দেশের ক্রিকেটাঙ্গন। সাকিব-তামিম ইস্যুতে বেশ কয়েকদিন সরব ছিল ক্রীড়াঙ্গন। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ের পর সকলের মনোযোগ এখন বিশ্বকাপের মূল পর্বে যেখানে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

 

এবারের বিশ্বকাপকে ঘিরে বড় স্বপ্ন দেখছে সমর্থকরা। টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফিও এবারের দল নিয়ে বেশ আশাবাদী।

 

এবারের বিশ্বকাপ দলে তামিম ইকবালের না থাকা নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনা। অভিজ্ঞ এই ক্রিকেটারকে দলে না রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবির সমালোচনা করেন সমর্থকরা। তামিমের পরিবর্তে দলে সুযোগ পান তানজিদ হাসান তামিম। তরুণ এই ক্রিকেটারকে নিয়ে কথা বলেছেন মাশরাফি বিন মর্তুজা।

 

রবিবার (১ অক্টোবর) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন মাশরাফি। সেই ভিডিওতে বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নিয়ে কথা বলেন তিনি।

 

তানজিদ তামিম প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘তানজিদ তামিম শট খেলতে অনেক পছন্দ করে। আমার মনে হয় ম্যানেজমেন্ট এই কারণেই তাকে দলে রেখেছে। যতগুলো ওপেনার আছে তাদের মধ্য থেকে এই কারণেই তামিমকে চয়েজ করেছে।

 

লিটন-তামিমকে নিয়ে একটা কথাই বলবো। ৯টা ম্যাচেই যে তাদের ভালো শুরু করতে হবে বা খেলতে হবে ব্যাপারটা এমন নয়। তারা যদি ৪-৫টা ম্যাচেও সেরা ক্রিকেটটা খেলতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে দল অনেকটা এগিয়ে যাবে।

 

এর আগে, সাকিব-তামিম ইস্যুতেও ভিডিও বার্তা দিয়েছিলেন মাশরাফি। ১৬ মিনিটের সেই ভিডিওতে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন তিনি।