সারাদেশ

বগুড়ায় মাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার

বগুড়ায় মাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার

বগুড়ায় মা জাহেরা বেওয়াকে গলাকেটে হত্যার দায়ে ছেলে মো. হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২ ক্যাম্পের সদস্যরা। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৫টায় র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গত ২৬ আগস্ট রাত আড়াইটার দিকে জেলার সোনাতলা উপজেলার গাড়ামারা গ্রামে হেলাল উদ্দিন নিজ মা জাহেরা বেওয়ার গলাকেটে নৃশংসভাবে হত্যা করেন। ঘটনার পর নিহতের বড় ছেলে বাদী হয়ে সোনাতলা থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা করেন।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত হেলাল নিহতের আপন ছেলে। এর আগে পুলিশ হেলালের স্ত্রী সকিনা বেগমকে (৪১) গ্রেপ্তার করে। স্ত্রীকে গ্রেপ্তারের পর থেকেই হেলাল পলাতক ছিলেন।

 

র‍্যাবের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, এ ঘটনার পর থেকে র‍্যাব পারিবারিক বিরোধ ও জমিজমা নিয়ে দ্বন্দসহ নানা বিষয়ে ছায়া তদন্ত শুরু করে এবং সন্দেহভাজনদের ওপর নজর রাখতে শুরু করে।

 

এরই ধারাবাহিকতায় ও ছায়াতদন্তে প্রাপ্ত কিছু তথ্যের সূত্র ধরে ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় র‍্যাব সদরদপ্তর (ইন্ট উইং), ঢাকা এর সহযোগিতায় মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন ভূমদক্ষিণ এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামি হেলাল উদ্দিনকে বগুড়ার সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content