বিনোদন

জয়ার আহ্বান বায়ুদূষণ কমাতে

জয়ার আহ্বান বায়ুদূষণ কমাতে

বিশ্ব ক্লিন এয়ার ফর ব্লু স্কাই বা নীল আকাশের জন্য নির্মল বায়ু দিবস আগামী আজ (৭ সেপ্টেম্বর)। আর এই দিবস উপলক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান।

 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে ইউএনডিপির অফিসিয়াল পেজে একটি ভিডিও বার্তা দিয়েছেন জয়া। সেখানে বায়ু দূষণ কমাতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

ওই ভিডিওতে জয়া বলেন, বিশ্বে দূষিত শহরের তালিকায় আমার আপনার প্রাণের শহর ঢাকাকে দেখতে কার ভালো লাগে। কিন্তু আমরা কি পারি না যে, এই বায়ু দূষণ নিজ নিজ অবস্থান থেকে কিছুটা হলেও কমাতে। অবশ্যই পারি। আমরা সবাই মিলে চেষ্টা করলে সেটা অবশ্যই সম্ভব।

 

চিত্রনায়িকা আরো বলেন, আর সেটা যদি আমরা না পারি, তাহলে আমাদের জন্য তো বটেই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মর জন্যও এটা ভীষণ হুমকিস্বরূপ। আমরা ব্যক্তিগত উদ্যোগ, যেমন- নিজে গাছ লাগানো, গাছটা যেন বেঁচে থাকে সেই জন্য যত্ন নেওয়া। কাছাকাছি দূরত্বে মোটর যান ব্যবহার না করে বরং পায়ে হেঁটে সেই জায়গাগুলোতে যাওয়া।

 

এই ধরনের ছোট ছোট উদ্যোগ আমার মনে হয়, ব্যক্তিগত জায়গা থেকে আমরা নিতেই পারি। তাহলে কিছুটা হলেও এই বায়ু দূষণ কমে আসবে। তাই আসুন বিশ্ব ক্লিন এয়ার ফর ব্লু স্কাই বা নীল আকাশের জন্য নির্মল বায়ু দিবসে এই নিজ নিজ যাত্রাটা শুরু হোক।

আরও খবর

Sponsered content