আন্তর্জাতিক

কানাডার সাংবাদিকরা যে কারণে ফেসবুক ও ইনস্টাগ্রাম বয়কটের ডাক দিলো

কানাডার সাংবাদিকরা যে কারণে ফেসবুক ও ইনস্টাগ্রাম বয়কটের ডাক দিলো

কানাডায় সংবাদ শেয়ার করার সুযোগ বন্ধ করে দিয়েছে ফেসবুক। এ কারণে এবার ফেসবুক ব্যবহারই বন্ধ করে দেওয়ার ডাক দিয়েছেন সাংবাদিক ও জনসংযোগ ফেডারেশনের সদস্যরা। কানাডার কুইবেক প্রদেশে একদিনের জন্য মেটার দুটি অ্যাপ ফেসবুক ও ইনস্টাগ্রাম বয়কটের ডাক দিয়েছেন তাঁরা।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এই বয়কটের ডাক দেন কুইবেক প্রদেশের সাংবাদিক ও জনসংযোগ ফেডারেশনের সদস্যরা। তাঁরা একটি বার্তা দিতে চান। বলতে চান, কুইবেক কখনো ভয় পাবে না, ভয় পেতে দেবে না এবং স্থানীয় মিডিয়া ও সাংবাদিকদের সমর্থন অব্যাহত রাখবে।

 

এ সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়, ‘সংবাদ ব্লক করে জনগণকে তথ্য জানার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে মেটা। এটা আমাদের জন্য বড় উদ্বেগের জায়গা।

 

এর আগে গত ১ আগস্ট থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে সংবাদ প্রকাশ করা বন্ধ করে দেয় মেটা। দেশটির একটি আইনের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কানাডার নতুন আইনে বলা হয়, ফেসবুক বা ইনস্টাগ্রামে কোনো সংবাদ প্রকাশ করতে হলে ওই মিডিয়াকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে মেটাকে।

আরও খবর

Sponsered content