আন্তর্জাতিক

বিদেশি মহিলারা গর্ভবতী হতে আসেন ভারতের পুরুষদের কাছে যে গ্রামে

বিদেশি মহিলারা গর্ভবতী হতে আসেন ভারতের পুরুষদের কাছে যে গ্রামে

সাধারণ জ্ঞান এমন একটা বিষয় যা আপনার নলেজের স্তরকে বাড়িয়ে তুলবে এবং আপনিও স্মার্ট হয়ে উঠবেন। আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরির জন্য চিন্তা করেন, সেখানেও ইন্টারভিউ এর ক্ষেত্রেও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। যাইহোক, এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হলো।

 

১) প্রশ্নঃ ভারতের কোন গ্রামকে ‘মিনি ইসরাইল’ বলা হয়?
উত্তরঃ হিমাচল প্রদেশের কাসোল (Kasol) গ্রামকে ‘মিনি ইসরাইল’ বলা হয়। আসলে ইসরাইল দেশের নাগরিকরা তাদের মিলিটারি ট্রেনিং শেষ করার পর কয়েক মাসের জন্য বিশ্রাম নিতে ভারতের এই গ্রামটি তারা বেছে নেয়। যে কারণে এই গ্রাম মিনি ইসরাইল নামে পরিচিত হয়ে উঠেছে।

 

২) প্রশ্নঃ কোন ভারতীয় রাজা নিজের মেয়েকে বিয়ে করেছিলেন?
উত্তরঃ কথিত আছে, মুঘল শাসক শাহজাহান (Shah Jahan) তার মেয়ে জাহানারাকে বিয়ে করেছিলেন।

 

৩) প্রশ্নঃ ব্রিটিশরা প্রথম কবে ভারতের মাটিতে পা রেখেছিল?
উত্তরঃ ১৪৯৮ সালের ২০মে।

 

৪) প্রশ্নঃ কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ জব চার্নক (Job Charnock) নামের এক ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসক কলকাতার প্রতিষ্ঠা করেছিলেন।

 

৫) প্রশ্নঃ জানেন পাকিস্তান দেশটির নাম কে রেখেছিলেন?
উত্তরঃ রহমত আলী (Rahmat Ali) পাকিস্তান দেশের নামকরণ করেছিলেন।

 

৬) প্রশ্নঃ সমগ্র মহাবিশ্বের উৎপত্তিস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ সুপারনোভা (Supernova) সমগ্র মহাবিশ্বের উৎপত্তিস্থল।

 

৭) প্রশ্নঃ কত সালে ভারতীয় বাজারে মোবাইল এসেছিল?
উত্তরঃ ১৯৯৫ সালে।

 

৮) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের ‘জীবন রেখা’ নামে পরিচিত কোন নদীটি?
উত্তরঃ ভাগিরথী (Bhagirathi) নদীকে পশ্চিমবঙ্গের জীবন রেখা বলা হয়।

 

৯) প্রশ্নঃ ভূপাল গ্যাস দুর্ঘটনা (Bhopal Disaster) কত সালে ঘটেছিল?
উত্তরঃ ১৯৮৪ সালের ৩ ডিসেম্বর।

 

১০) প্রশ্নঃ ভারতের কোন গ্রামের পুরুষদের কাছে বিদেশি মহিলারা গর্ভবতী হতে আসেন?
উত্তরঃ লাদাখে আরিয়ান ভ্যালি (Aryan Valley) নামে একটি গ্রাম রয়েছে, এখানকার লোকেরা মনে করে তারা দ্যা গ্রেট আলেকজান্ডারের (Alexander the Great) বংশধর। তাই বিশেষ করে ইউরোপ দেশের মহিলারা, আলেকজান্ডারের মত ফর্সা ও পুরুষালী সন্তান লাভের আশায় ভারতের এই গ্রামে পুরুষদের সাথে মিলিত হয়।