আন্তর্জাতিক

সাইবেরিয়ায় স্বর্ণের খনিতে ধস, আটকা পড়েছে ১৩ শ্রমিক

সাইবেরিয়ায় স্বর্ণের খনিতে ধস, আটকা পড়েছে ১৩ শ্রমিক

রাশিয়ার সাইবেরিয়াতে আমুর অঞ্চলের জেইস্ক জেলায় স্বর্ণের খনিতে আটকা পড়েছে অন্তত ১৩ শ্রমিক। মঙ্গলবার ধসের কারণে মাটির ৪১০ ফুট গভীরে আটকা পড়েন তারা। খবর ফক্স নিউজের।

 

রাশিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, আটকা পড়া শ্রমিকরা অক্ষত রয়েছেন।

 

তাদেরকে উদ্ধারের প্রস্তুতি চলছে। রাশিয়ার সরকার আটকা পড়া শ্রমিকের সংখ্যা ১৩ বললেও স্থানীয় প্রশাসন বলছে এই সংখ্যা ১৫ হতে পারে।

 

রাশিয়ার জরুরি পরিস্থিতি মোকাবিলা সংশ্লিষ্ট মন্ত্রণালয় মঙ্গলবার এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, শ্রমিকদের সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধার করা হয়েছে।

 

রাশিয়ান মিডিয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পাইওনিয়ার নামের ওই খনিটি রাশিয়ার বৃহত্তম স্বর্ণের খনিগুলোর একটি। তবে ঠিক কীভাবে খনিটি ধসে পড়লো তা এখনও অস্পষ্ট।

 

আরও খবর

Sponsered content