সারাদেশ

পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই

পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই

বরগুনা পাথরঘাটা পৌরশহরের ৯ নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৩ মার্চ) সকাল সাড়া ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যবসায়ীদের ধারণা মতে এতে দেড় কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিসের হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। হোটেলে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পায়।

স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে ফোন দেয়। ফায়ার কর্মী এসে এক ঘন্টার অধিক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে।

ইদ্রিস আলী আগুনে দগ্ধ হয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

অগ্নিকান্ডের সংবাদ শুনতে পেয়ে বরগুনা ২ আসনের সংসদ সদস্য নাদিরা সুলতানা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ আর্থিক সহায়তা করেন।

তিনি আরো সরকারি সহায়তাসহ সকল প্রকার সহায়তা করবেন বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম।

পাথরঘাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আবুজাফর জানান, আমরা দশজন ফায়ার কর্মীসহ স্থানীয় যুবকদের সহায়তায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে বলা যাবে কিভাবে আগুন লেগেছে।