জাতীয়

ধর্মীয় অনুভূতিতে আঘাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পরামর্শ হাইকোর্টের

ধর্মীয় অনুভূতিতে আঘাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পরামর্শ হাইকোর্টের

ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন শাস্তির বিধান রেখে আইন প্রণয়নে সরকারকে পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এক মামলায় রুল নিষ্পত্তি করে দেওয়া আদেশে এ পর্যবেক্ষণ দেন।

 

পবিত্র কোরআন মজিদ, নবী রাসুলসহ যে কোনো ধর্মগ্রন্থের বিষয়ে কটূক্তি করলে সাইবার নিরাপত্তা আইনে জামিন অযোগ্য ধারাসহ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখার বিষয়ে আদালত মত দিয়েছেন।

 

আদালত বলেছেন, পূর্ববর্তী আইনে জামিন অযোগ্য ধারা ছিল। বর্তমান আইনে ধর্মীয় অনুভূতির বিষয়ে কটূক্তি করলে জামিনযোগ্য ধারা থাকায় অপরাধ প্রবণতা বাড়ছে।

 

সম্প্রতি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সেলিম খান নামে এক ব্যক্তি মহানবীকে (স.) নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ-সংক্রান্ত মামলায় রুল নিষ্পত্তি করে পর্যবেক্ষণ দেন হাইকোর্ট।

 

আরও খবর

Sponsered content