জাতীয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সৌদি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সৌদি

বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও নতুন এক উচ্চতায় নিতে সম্মত এবং আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। বুধবার (৩১ জানুয়ারি) সকালে সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতি ড. আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।সেখানেই এই আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের প্রতিনিধি দলটি।

 

সাক্ষাৎ শেষে পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় তিনি বলেন, আবারও প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করায় সরকারপ্রধান শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে সৌদি প্রতিনিধিদল। একইসঙ্গে দুদেশের ঐতিহাসিক দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তারা ৷

 

কে এম শাখাওয়াত মুন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সাক্ষাতে তার ভূয়সী প্রশংসা করেন শুরা কাউন্সিলের প্রেসিডেন্ট৷ সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি।

 

আরও খবর

Sponsered content