আন্তর্জাতিক

ভারতে জনসম্মুখে স্ত্রীকে কুপিয়ে হত্যা

ভারতে জনসম্মুখে স্ত্রীকে কুপিয়ে হত্যা

ভারতের অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালের এক ব্যস্ত রাস্তায় প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তি তার স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছেন। মেয়েকে বাঁচাতে গিয়ে ওই ব্যক্তির শাশুড়িও আহত হয়েছেন। আজ (৫ মার্চ) সকালে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

 

রাঙ্গাস্বামী নামের ওই ব্যক্তি তার স্ত্রী কুমারী এবং তার মাকে কাস্তেসদৃশ ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন।

 

এ সময় ঘটনাস্থলে ভিড় জড়ো হয় এবং তাকে থামার জন্য চিৎকার করে।

 

ভিড়ের একজনের রেকর্ডকৃত ভিডিওতে দেখা যায়, রাঙ্গাস্বামী রাস্তার পাশের একটি স্টলে মাটিতে পড়ে থাকা এক মহিলাকে নির্দয়ভাবে কুপিয়ে জখম করছেন।

 

এ সময় স্টলের সবাই আতঙ্কিত হয়ে ঘটনাস্থল থেকে দূরে সরে যায়।

 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাঙ্গাস্বামীকে গ্রেপ্তার করে এবং তার শাশুড়িকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

 

রাঙ্গাস্বামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। কী কারণে এই নৃশংস হামলা হয়েছে তা এখনও জানতে পারেনি পুলিশ।

 

আরও খবর

Sponsered content