পরবাস

পরিবার গ্রহণ করছে না মালয়েশিয়া ফেরত মানসিক ভারসাম্যহীন গিয়াস উদ্দিনকে!

পরিবার গ্রহণ করছে না মালয়েশিয়া ফেরত মানসিক ভারসাম্যহীন গিয়াস উদ্দিনকে!

গত ১৯শে ডিসেম্বর মঙ্গলবার মালয়েশিয়া থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকেল ৫.৫০ মিনিটে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেন দীর্ঘদিনের রেমিট্যান্স যোদ্ধা মো. গিয়াস উদ্দিন।

 

বিমানবন্দরে গিয়াস উদ্দিনের আচরণ ও লক্ষ্যহীন চলাফেরা দেখে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ান (APBN) ভূক্তোভগীকে তাদের অফিসে নিয়ে তাৎক্ষণিক পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু গিয়াস উদ্দিনের কাছে পাসপোর্ট না থাকায় পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

এরপর গিয়াস উদ্দিনের পরিবারের সাথে যোগাযোগ করে নিরাপদে হস্তান্তরে জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাছে এপিবিএন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে গিয়াস উদ্দিনের ঠিকানা পেলেও মোবাইল নাম্বার পাওয়া সম্ভব হয়নি।

 

রাজাপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. শাহ আলমের মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগ করা হলে পরিবার ভূক্তোভগীকে গ্রহণ করবেনা বলে জানিয়ে দেন। দীর্ঘ ছয় দিন ধরে গিয়াসউদ্দিনের ঠাঁই ব্র্যাকের সেইফ হোমে।

 

আরও খবর

Sponsered content