এক্সক্লুসিভ

পাঁচ টাকার প্যাকেটে মাত্র ২টি চিপস

পাঁচ টাকার প্যাকেটে মাত্র ২টি চিপস

এক কেজি ভাল জাতের আলু পাওয়া যায় ৩০ টাকায়। সেই হিসাবে ৩টাকায় ১০০ গ্রাম আলু পাওয়ার কথা। কিন্তু এক ব্যক্তি ৫টাকা খরচ করে একটি আলুর অর্ধেকও পেলেন না। তাঁর হাতে এল ওই আলুকে পাতলা করে চেঁচে তোলা ঠিক দু’টি টুকরো। তবে সেই দু’টি টুকরো তাঁকে ৫টাকার বিনিময়ে ভেজে রঙিন প্যাকেটে মুড়ে দেওয়া হয়েছে!

 

৫টাকা দিয়ে একটি চিপসের প্যাকেট কিনে অবাক হয়ে গিয়েছেন ওই ক্রেতা। প্যাকেটটি ছিঁড়ে ভিতরে তিনি পেয়েছেন গুনে গুনে ২টি মাঝারি মাপের আলুর চিপস। হাওয়া দিয়ে গোল করে ফোলানো প্যাকেটে এর বেশি আর কিচ্ছু ছিল না। প্যাকেট খোলার পর ভিতরের জিনিস দেখার পর তিনি খেতেও ভুলে গিয়েছেন চিপস।

 

জনপ্রিয় চিপসের ব্র্যান্ডের আরও একটি প্যাকেট খোলার ভিডিয়ো করেছিলেন দিব্যাংশু কাশ্যপ নামে এক এক্স ব্যবহারকারী। তাতেও ওই একই জিনিস পাওয়া গিয়েছে। ভিডিয়োটি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ভিডিয়োর বিবরণে দিব্যাংশু ওই ব্র্যান্ডের নাম করে প্রশ্ন করেছেন, এটাই কি তাদের নতুন স্ট্যান্ডার্ড। তাঁর কথায়, ‘‘অনেক আশা নিয়ে ৫ টাকার ক্লাসিক সল্ট ফ্লেভারের একটি চিপসের প্যাকেট কিনে হতাশ হয়েছি।