এক্সক্লুসিভ

১০০ টাকার নোট তৈরি করতে সরকারের কত টাকা খরচ হয়

১০০ টাকার নোট তৈরি করতে সরকারের কত টাকা খরচ হয়

আজকাল পকেটে টাকা না থাকলে মানুষের মূল্য বোঝা যায় না। পকেটে অর্থ থাকলে তবেই আপনাকে সমাজ মূল্য দেবে, এমনকি তার যেকোনো কথায় গুরুত্বপূর্ণ বলে মনে করা হবে। কিন্তু কখনো ভেবেছেন যে টাকা রোজকারের জন্য আমরা ছুটে বেড়াই, সে টাকা তৈরিতে কত টাকা খরচ হয়?

 

প্রথমেই জানিয়ে রাখি, ভারতীয় নোটগুলি ছাপানোর জন্য কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ককে অনেক টাকা খরচ করতে হয়। মুদ্রাস্ফীতি যেমন বাড়ছে তেমনি বাড়ছে নোট ছাপানোর খরচও। এর পাশাপাশি কাগজ ও কালির দামও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও নোট তৈরিতে উৎকৃষ্ট মানের তুলা ব্যবহৃত হয়।

 

আপনি জানলে অবাক হবেন যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ককে ৫০০ টাকার নোটের চেয়ে ২০০ টাকার নোট তৈরি করতে বেশি খরচ করতে হয়। একইভাবে ১০ টাকার নোট ছাপানোর খরচ ২০ টাকা নোটের চেয়েও বেশি। এদিকে নোট ছাপানোর তুলনায় কয়েন তৈরিতে খরচ আরো কয়েকগুণ বেশি।

 

বর্তমানে দেশের ৪টি ব্যাঙ্কে নোট ছাপানোর কাজ হয়, এর মধ্যে দুটি আরবিআই-এর এবং দুটি কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে। যদিও আর ২০০০ টাকার নোট আর ছাপানো হচ্ছে না। প্রাপ্য তথ্য অনুযায়ী, ২০২১-২২ আর্থিক বছরে ১০ টাকার ১০০০ নোট ছাপানোর জন্য খরচ হয় ৯৬০ টাকা। অন্যদিকে ২০ টাকার ১০০০ নোট ছাপানোর জন্য খরচ হয় ৯৫০ টাকা।

 

অনুরূপভাবে, ১০০০টি ৫০ টাকার নোট ছাপাতে ১১৩০ টাকা খরচ হয়। আর ১০০০টি ১০০ টাকার নোট ছাপাতে সরকারের ব্যয় হয় ১৭৭০ টাকা। এখানে ২০০ টাকার ১০০০টি নোট ছাপা হলে ২৩৭০ টাকা আর ৫০০ টাকার ১০০০টি নোট ছাপতে ২২৯০ টাকা খরচ হয়।