বিনোদন

বিয়ের ছয় মাস পরই বিচ্ছেদ অভিনেত্রীর

বিয়ের ছয় মাস পরই বিচ্ছেদ অভিনেত্রীর

তারকাদের সংসার ভাঙনের খবর যেন নতুন কিছু নয়। বিয়ে হতে না হতেই বিচ্ছেদের সুর বাজতে শুরু করে তারকাদের সংসারে। বিয়ের ছয় মাসের ব্যবধানে দাম্পত্য জীবনের ইতি টানলেন দক্ষিণ কোরীয় অভিনেত্রী জাং জু ইয়োন।

 

শনিবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে অভিনেত্রীর এজেন্সি নেভার ডাই এন্টারটেইনমেন্ট। ওই বিবৃতি অনুযায়ী, পারস্পরিক সমঝোতার মাধ্যমেই গত মাসে বিচ্ছেদ হয়েছে তাদের।

 

জানা গেছে, চলতি বছরের মার্চে বিয়ে করেন জাং জু ইয়োন। তবে তার সাবেক স্বামী শোবিজ দুনিয়ার কেউ ছিলেন না। এমনকি তাদের বিয়েও নিবন্ধন করা ছিল না। ফলে আলাদা করে বিচ্ছেদের জন্য আবেদনেরও প্রয়োজন নেই এই অভিনেত্রীর।

 

প্রসঙ্গত, ২০০৯ সালে এক মিউজিক ভিডিও দিয়ে ক্যারিয়ার শুরু করেন জাং জু ইয়োন। ‘টোয়েন্টি’, ‘প্রিন্সেস অরোরা’, ‘সিটি অব দ্য সান’সহ বেশ কয়েকটি সিরিজে অভিনয় করেছেন তিনি।

 

আরও খবর

Sponsered content