রাজনীতি

যে নির্বাচন হচ্ছে, এটা বানরের পিঠা ভাগাভাগি বললেন মঈন খান

যে নির্বাচন হচ্ছে, এটা বানরের পিঠা ভাগাভাগি বললেন মঈন খান

৭ জানুয়ারি কোনো নির্বাচন হবে না, যেটা হবে সেটা আসন ভাগাভাগি। এটা বানরের পিঠা ভাগাভাগি। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

ড. মঈন খান বলেন, ১৯৭১ সালের এইদিনে যারা দেশের সম্পদ, তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যেটা নিকৃষ্ট ও জঘন্যতম কাজ। স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও এখনও গণতন্ত্র কায়েম করতে পারিনি। যেটার জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল গণতন্ত্র, আজ সেটাই নেই। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তিনি।

 

সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে দেশের সবকিছু বিনাশ করেছে অভিযোগ করে ড. আব্দুল মঈন খান বলেন, আমরা মানুষকে ঐক্যবদ্ধ করেছি। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনব। আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। বাংলাদেশে এক দলীয় সরকার থাকতে পারবে না। এখানে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

 

সরকারে প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, হামলা, মামলা, গ্রেফতার বন্ধ করে জনগণের মুখোমুখি হোন। ভয় পান কেন? যদি সুষ্ঠু ভোটের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে, তাহলে সবার আগে তিনি তাদের অভিনন্দন জানাবেন বলেও মোট প্রকাশ করেন এই জ্যেষ্ঠ রাজনীতিক।

 

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, ডা. পারভেজ রেজা কাকন প্রমুখ।

 

আরও খবর

Sponsered content