বিনোদন

নৌকায় উঠতে পারলেন না যেসব তারকা

নৌকায় উঠতে পারলেন না যেসব তারকা

গতকাল বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের তালিকা ঘোষণা করেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি শোবিজ অঙ্গন থেকেও আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন অনেক অভিনয়শিল্পী। সেই তালিকা থেকে আজ ঝরে পড়ছেন অধিকাংশ অভিনেতা অভিনেত্রীই। মনোনয়ন ফরম কিনেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন তারা।

 

যেখানে পুরাতনদের মধ্যে রয়েছেন অভিনেতা আসাদুজ্জামান নূর ও সংগীত শিল্পি মমতাজ। আর নতুনের মধ্যে যুক্ত হয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। তাছাড়া আর কেউ মনোনয়ন পাননি। মনোনয়ন বঞ্চিত শিল্পীরা হলেন অভিনেতা মাসুম পারভেজ রুবেল।

 

যিনি বরিশাল-৩ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছিলেন। তার জায়গায় মনোনয়ন পেয়েছেন সরদার মো. খালেদ হোসেন। বাগেরহাট-৩ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন কিনেছিলেন অভিনেতা শাকিল খান। তার বিপরীতে মনোনয়ন পেয়েছেন হাবিবুন নাহার।

 

অভিনেত্রী মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এই আসনে এবার মনোনয়ন পেয়েছেন এ আসনের বর্তমান এমপি জিয়াউর রহমান।

 

এসডি রুবেল, সামসুন্নাহার সিমলা ও সিদ্দিক

ছোট পর্দার অভিনেতা সিদ্দিক দুটি আসনের মনোনয়নপত্র কিনেছিলেন। তা হলো- টাঙ্গাইল-১ ও ঢাকা-১৭ আসন থেকে। তবে সেখানে দলীয় মনোনয়ন পেয়েছেন মো. আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ আলী আরাফাত।

 

জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা ও পরিচালক এসডি রুবেল মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আওয়ামী লীগের হয়ে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন এ তারকা। তবে এ আসনে মনোনয়ন পেয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ‘ম্যাডাম ফুলি’ খ্যাত অভিনেত্রী সামসুন্নাহার সিমলা ঝিনাইদহ-১ আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম তুলেছিলেন। তার জায়গায় মনোনয়ন পেয়েছেন মো. আব্দুল হাই।

 

শমী কায়সার ও রোকেয়া প্রাচী

ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন দুজন অভিনেত্রী। তারা হলেন রোকেয়া প্রাচী ও শমী কায়সার । তবে সেখানে দলীয় মনোনয়ন পেয়েছেন মো. আবুল বাশার।

 

আরও খবর

Sponsered content