রাজনীতি

৪৮ ঘণ্টা হরতালের ঘোষণা নূরের

৪৮ ঘণ্টা হরতালের ঘোষণা নূরের

তফসিল প্রত্যাখ্যান করে এবং সরকারের পদত্যাগ দাবি করে আগামী ১৯ ও ২০ নভেম্বর রবিবার ও সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে গণ অধিকার পরিষদ।

 

আজ বৃহ্স্পতিবার (১৬ নভেম্বর) বেলা পৌনে ১২টায় গণ অধিকারের নিজ কার্যালয় থেকে তফসিল প্রত্যাখ্যান ও অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শুরু করে দলটি। এরপর বিএনপি কার্যালয় ঘুরে এসে বিজয়নগর পানির ট্যাংকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে গণ অধিকার পরিষদ।

 

সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক। সমাবেশ শেষে দু ইদিন ব্যাপী হরতালে ঘোষণা করে সাধারণ মানুষকে সর্মথনের আহবান জানিয়েছে নুরুল হক নূর। সেই সঙ্গে সড়কে যান চলাচল না করতেও আহ্বান জানায়।

 

আরও খবর

Sponsered content