বিনোদন

এআর রহমান টাকা ফেরত দেবেন ভক্তদের

এআর রহমান টাকা ফেরত দেবেন ভক্তদের

এআর রহমানের কনসার্টে টিকিট কেটেও অনেক ভক্ত ঢুকতে পারেননি। ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তবে ভক্তদের কথা চিন্তা করে তাদের টাকা ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন অস্কারজয়ী সুরকার এআর রহমান।

 

গত ১০ সেপ্টেম্বর চেন্নাইয়ে এআর রহমানের কনসার্ট ছিল। শো দেখতে আসন সংখ্যার চেয়ে বেশি মানুষ হওয়ায় ধাক্কাধাক্কি শুরু হয়। এতে টিকিট কেটেও অনেকে ভেতরে ঢুকতে পারেননি। এমনকি কেউ কেউ শ্লীলতাহানির অভিযোগ এনেছেন।

 

এমন পরিস্থিতিতে এক এক্সবার্তায় এআর রহমান লেখেন, চেন্নাইয়ের অনুষ্ঠানের দর্শকেরা যারা টিকিট কেটেও অপ্রত্যাশিত পরিস্থিতি এবং ঘটনার জন্য শো দেখতে পারেননি, ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারেননি, তাদের অনুরোধ করব তারা যেন টিকিটের কপি শেয়ার করেন। নিজেদের সমস্যার কথা জানিয়ে এখানে মেইল করুন। আমাদের টিম যত দ্রুত সম্ভব আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে।

 

ভক্তদের টাকা ফেরত দেওয়ার পাশাপাশি আয়োজকদেরও সমালোচনা করেছেন অস্কারজয়ী এই সংগীত পরিচালক। আরেক এক্সবার্তায় তিনি লেখেন, মানুষ আমাকে সর্বকালের শ্রেষ্ঠ, ইংরেজিতে গ্রেটেস্ট অব অল টাইম (গোট) বলেন। এবার না হয় ‘বলির পাঁঠা’ হলাম।

 

তিনি আরও লেখেন, এ অভিজ্ঞতা থেকে যেন সবাই সচেতন হন। লাইভ কনসার্টে যেন আরও উন্নতমানের ব্যবস্থা নেওয়া হয়। দেশের ট্যুরিজম বাড়ে। আয়োজকদের দর্শকের ভিড় সামলানোর সক্ষমতা বাড়ে। ট্রাফিক ব্যবস্থাপনা আরও ভালো হয়। নারী ও শিশুদের নিরাপত্তার দিকটাও সঠিকভাবে খেয়াল রাখা হয়।

আরও খবর

Sponsered content