খেলাধুলা

বাংলাদেশ ৮১ রানেই অল-আউট

বাংলাদেশ ৮১ রানেই অল-আউট

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ নারী দলের সামনে এবার ওয়ানডে মিশন। তবে সিরিজ জয়ের লক্ষ্যে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে সফরকারীদের স্পিন ঘূর্ণিতে ইনিংসের ৩২তম ওভারে মাত্র ৮১ রানেই গুটিয়ে গেছে টাইগ্রেসরা।

 

শনিবার (৪ নভেম্বর) মিরপুরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে লাল-সবুজেরা। ইনিংসের অষ্টম ওভারে সাদিয়া ইকবালের ঘূর্ণির ফাঁদে পড়েন ওপেনার শামিমা সুলতানা। দলীয় ১৪ রানে প্রথম উইকেট পতনের পর প্রথম পাওয়ার প্লেতে আরও দুই উইকেট হারায় টাইগ্রেসরা।

 

প্রথম ১০ ওভারে ১৫ রান তুলতেই ৩ উইকেট হারায় জ্যোতিরা। চতুর্থ উইকেট জুটিতে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক জ্যোতি ও স্বর্ণা। তবে এ জুটি থেকে আসে মোটের ওপর ১০ রান। সাদিয়ার বলে লেগ বি-ফোরের ফাঁদে পড়ে ইনিংসের ১৪তম ওভারে ব্যক্তিগত ২ রান করে সাজঘরে ফেরেন স্বর্ণা।

 

এরপর ক্রিজে থিতু হতে যাওয়া জ্যোতিকে ১৩ রানে প্যাভিলিয়নে ফেরান পাকিস্তান অধিনায়ক। ডানহাতি এ স্পিনারের ঘূর্ণিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন টাইগ্রেস অধিনায়ক। দলীয় ৪৭ রানে অধিনায়ক ফিরলে বাকি সময়ে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন অন্য ব্যাটাররা।

 

শেষ পর্যন্ত ৩১ দশপমিক ৫ ওভারে সফরকারীদের স্পিনারদের ঘূর্ণিতে ৮১ রানে গুটিয়ে যায় লাল-সবুজেরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন সাদিয়া। তিনটি করে উইকেট নেন নিদা ও উম্মে হানি।

 

আরও খবর

Sponsered content