আন্তর্জাতিক

গাজার হাসপাতালের জ্বালানি ২৪ ঘণ্টার মধ্যে শেষ হবে : জাতিসংঘ

গাজার হাসপাতালের জ্বালানি ২৪ ঘণ্টার মধ্যে শেষ হবে : জাতিসংঘ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকায় ইসরাইলের সর্বাত্মক অবরোধ আরোপের কারণে হাসপাতালগুলোতে ফুরিয়ে আসছে জ্বালানি। আর মাত্র ২৪ ঘণ্টারমতো জ্বালানি মজুত আছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিশ্ব সংস্থাটির মানবিক দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জেনারটরের ব্যাপকআপ না থাকায় হাজার হাজার রোগীর জীবন চরম ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে।

 

ইসরাইলি হামলায় ধ্বংসযজ্ঞ গাজায় সুপেয় পানি ও ত্রাণ সরবরাহ পাঠানোর সুযোগ করে দিতে এর আগে অনুরোধ জানিয়েছিল একাধিক ত্রাণ সংস্থা।

 

এমন মানবিক পরিস্থিতিতে গাজায় ডক্টরস উইদাউট বর্ডারে কর্মরত ব্রিটিশ-ফিলিস্তিনি সার্জন গাসান আবু সিত্তা সতর্ক করেছিলেন যে, তার হাসপাতালে পর্যাপ্ত সরঞ্জাম নেই।

 

হামাসকে নিশ্চিহ্ন করতে ইসরাইলের চলমান ভয়াবহ বোমাবর্ষণ গাজা নগরীকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ঘণ্টায় ঘণ্টায় ফিলিস্তিনিদের মৃত্যুর শিরোনাম হচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি বোমায় প্রাণ গেছে কমপক্ষে আড়াই হাজার ফিলিস্তিনির। আহত হয়ে হাসপাতালে ভর্তি হাজার হাজার মানুষ।