সারাদেশ

নেত্রকোনার আটপাড়ায় ডোবায় পড়ে সাত বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনার আটপাড়ায় ডোবায় পড়ে সাত বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনার আটপাড়াতে ডোবার পানিতে ডুবে রাফিন নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার লুনেস্বরপুর ইউনিয়নের দেওগাও গোবিন্দপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

 

পরিবার ও এলাকার লোকজন জানায়, রাফিন প্রতিদিনের ন্যায় প্রতিবেশী শিশুদের সাথে বাড়ির সামনে খেলা করছিল। ওই সময় বাড়ির লোকজন কাজে ব্যস্ত থাকায় কেউ দেখেনি কিভাবে ডোবায় গেল। সন্ধ্যার সময় শিশুটিকে ঘরে না দেখে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে।

 

এক পর্যায়ে বাড়ির পাশের ডোবাতে শিশুটির মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে শিশুর বাবা সিদ্দিক মিয়া আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

আটপাড়া থানার এএসআই মোকাম্মেল হক জানান, মৃত শিশুর সুরতহালের রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের লোকজনের কোনো প্রকার অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে শিশুটির লাশ হস্তান্তর করা হয়েছে।

 

আরও খবর

Sponsered content