রাজনীতি

সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না বললেন টুকু

সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না বললেন টুকু

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না বলে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, কথা একটাই- ভোট চোর সরকারের পতন ঘটাতে হবে, এবার আমাদের জয়ী হতেই হবে।

 

আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

যুবদল সভাপতি টুকু বলেন, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ভোট চোর সরকারকে বিদায় দেওয়ার জন্য। সুতরাং ভোট চোরদের সময় শেষ, জনগণের বাংলাদেশ।

 

তিনি বলেন, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করতে একদফার আন্দোলন চলছে। মামলা-হামলা, গ্রেপ্তার ও নির্যাতন করে এই আন্দোলন দমিয়ে রাখা যাবে না।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।

 

যুবদল সভাপতি একদফার আন্দোলন সফলে সবাইকে সর্বশক্তি নিয়ে রাজপথে নামার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content