সারাদেশ

ভাঙ্গা উপজেলার ইউএনও হলেন অতিরিক্ত জেলা প্রশাসক

ভাঙ্গা উপজেলার ইউএনও হলেন অতিরিক্ত জেলা প্রশাসক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার মো. আজিম উদ্দিন সাতক্ষীরা জেলা প্রশাসককের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন।

 

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় সাংবাদিকদের সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার মো. আজিম উদ্দিন।

 

মো. আজিম উদ্দিন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য বিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও সুশাসনের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করতে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ৩১ তম বিসিএসে মৎস্য অফিসার হিসাবে যোগদান করেন পরবর্তীতে ৩৩তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন।

 

চাকুরী জীবনে প্রথমে সহকারী কমিশনার হিসাবে নড়াইল জেলায় যোগদান করেন। পরবর্তী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যোগদান করেন।

 

প্রসঙ্গত, মো. আজিম উদ্দিন জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ও শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত। এছাড়াও তিনি কবিতা লিখেন।

 

জনপ্রসাশন মন্ত্রণালয়ের উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ভাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার মো. আজিম উদ্দিনকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে সাতক্ষীরায় পদায়ন করা হয়েছে।