সারাদেশ

খুলে দেওয়া হলো সিলেটের বন্ধ পর্যটন কেন্দ্র

সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতির পর বন্ধ ঘোষণা করা পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে। কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র ৭ দিন বন্ধ থাকার শুক্রবার খুলে দেওয়া হয়েছে।

 

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিত কুমার চন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বন্যা পরিস্থিতির অবনতির কারণে সাদাপাথর তলিয়ে যাওয়ায় গত ৩০ মে পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।

 

সাদাপাথর খুলে দেওয়া হলেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হচ্ছে- সব নৌকাতে লাইফ জ্যাকেট থাকতে হবে এবং লাইফ জ্যাকেট পড়িয়ে নৌকা ঘাট হতে নৌকা ছাড়তে হবে। পর্যটকগণ কিছুতেই পানিতে নামতে পারবেন না বা পানিতে নেমে সাঁতার কাটতে পারবেন না।

 

ভরা বর্ষা মৌসুমে পর্যটকগণ শিশু ও বাচ্চাদের নিয়ে যাতে না আসেন সে বিষয়ে তাদেরকে নিরুৎসাহিত করা হলো। পর্যটকগণ দয়া করে নৌকায় উঠে হৈ হুল্লোর করবেন না।

 

নৌকায় উঠে সুশৃঙ্খলভাবে বসে থাকবেন। মাঝিরা পর্যটকদের সঙ্গে ভালো আচরণ করবেন। আবহাওয়া পরিস্থিতি অবনতি হলে পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।

 

সবশেষে বলা হয়েছে, নির্দেশনাসমূহ না মানার কারণে কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

 

আরও খবর

Sponsered content