সারাদেশ

নববধূ ফিরতে না চাওয়ায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা

নববধূ ফিরতে না চাওয়ায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা

চাঁদপুরে হাজীগঞ্জে বিয়ের ১৫ দিনের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে মিলন মুন্সী (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সুবিদপুর উত্তর পাড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। মিলন মুন্সী হাজিগঞ্জ উপজেলার ৪ নম্বর কালোচোঁ ইউনিয়নের উড়পুর মুন্সীর বাড়ির বাদল মুন্সীর ছেলে।

 

স্বজনরা বলছেন, বিয়ের কয়েক দিন পর বাবার বাড়িতে যান তার স্ত্রী আকলিমা আক্তার (১৮)। এরপর স্ত্রী ফিরে আসতে না চাওয়ায় অভিমানে শ্বশুরবাড়িতে গিয়ে আত্মহত্যা করেন ওই যুবক।

 

মিলন মুন্সীর বাবা বাদল মুন্সী জানান, গত ৫ মার্চ তার ছেলের সঙ্গে পারিবারিকভাবে আকলিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের আড়াই দিন পর বাবার বাড়িতে যান আকলিমা।

 

এরপর ফিরে আসতে আর রাজি হচ্ছিলেন না তার ছেলের স্ত্রী। বৃহস্পতিবার তার ছেলে স্ত্রীকে নিতে শ্বশুরবাড়ি যান।

 

সেখানে তার শাশুড়ি শাহানারা বেগম (শানু) তার মেয়েকে দেবেন না বলে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

 

এ সময় মিলন পকেট থেকে বিষের বোতল বের করে খেয়ে ফেলেন। এরপর স্থানীয় চিকিৎসা শেষে কুমিল্লায় নেওয়ার পথে মৃত্যু হয়।

 

গৃহবধূ আকলিমা আক্তারের বাবা আব্দুর রহিম বলেন, মেয়ে বিয়ে দেওয়ার পর বুঝতে পারে ছেলের কয়েকটি সমস্যা রয়েছে। যার কারণে এর আগেও দুই বার তারা আকলিমাকে নিতে আসলে দেওয়া হয়নি।

 

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, মূলত এই ছেলেকে আগেও একবার গ্রেপ্তার করা হয়েছিল।

 

সে তার বাবাকেও মারধর করত। সে নেশাগ্রস্ত থাকে। যার কারণে উত্তেজিত থাকে এবং মানসিক সমস্যাও রয়েছে। এই ঘটনায় মিলন মুন্সীর বাবা বাদল মুন্সী থানায় একটি মামলা করেছেন।